আজকাল পত্র পত্রিকা খুললেই বা ফেসবুকে ঢুকলেই দেখি নানারকম ঘটনার ছড়াছড়ি। এরপর দেখি বিভিন্নজন বিভিন্নভাবে এগুলোর আলোচনা করে। কেউ জেনে বলে কেউবা শুনে আবার কেউবা না বুঝেও আলোচনায় অংশ নেয়।এতসব ঘটনার ভিড়ে যেটা আমি খুব করে খেয়াল করলাম সেটা হলো আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে না থেকে শুধু জামাই নিয়ে থাকতে খুব পছন্দের বিষয় মনে করে। এটা কিন্তু খুব লজ্জার বিষয় মেয়েদের জন্য কেন এটা তারা বোঝে না?
আরে শ্বশুর শাশুড়ি যদি আপনার জামাইকে দুনিয়ার মুখ না দেখাতো তাহলে আপনি আজীবন চিরকুমারী থাকতেন সেটা বোঝেন না? আপনারতো তার জন্য সবসময় ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এই মা বাবাই একদিন তাদের সন্তানকে মানুষ করার জন্য তাদের সব খুশিকে বিসর্জন দিয়ে, কতশত রাত না ঘুমিয়ে দিনকে রাত রাতকে দিন বানিয়ে নিজের শরীরকে অসুস্থ করে ফেলেছেন। আজ যখন সে সন্তান উপযুক্ত হয়েছে সে আপনার জামাই হয়ে গেল? বাবা মায়ের কেউ হয়না? জী না আপনি এখনো অন্ধকারে আছেন। আপনার জামাইটা তাদেরই সন্তান সাথে ওনারা আপনারো মা বাবা। তাহলে বাবা মাকে ফেলে আপনি একা কিভাবে ভালো থাকতে পারেন। এভাবে চিন্তা করবেন আর মনে রাখবেন একটু আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে পুরো পৃথিবীকে জয় করা যায়। একটু আন্তরিকতা দিতে আপনার কি কোন টাকা খরচ হচ্ছে? তাহলে কেন অবহেলিত হবে ঘরের মুরুব্বি? আর যে জামাইকে নিয়ে আপনার এত অহংকার সে আপনার সাথে কি করবে জানেন? আজ যদি আপনি মারা যান ৪ দিন অপেক্ষা করে এক বিরাট মেজবানীর আয়োজন করে লোকদেখানো সেরকম একটা কান্না করে ৫ম দিন বিয়ের পিঁড়িতে বসে যাবে, তারপর আপনার সব স্মৃতির দি এন্ড করে দিবে চিরতরে।। তার জন্য আপনি বাবা মাকে ফেলে চলে যাবেন। এতো বোকামি কিভাবে করতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ বাবা মাকে নিয়েই সংসারে খুশি থাকুন।