করোনা বিশ্বে বাংলাদেশের সফলতা

| বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৮:২৩ পূর্বাহ্ণ

বিশ্বে মহামারি করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করলে,বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড করোনা ভ্যাকসিন আবিষ্কারে অগ্রগতির খবর দেয়। সংবাদ সম্মেলনে গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কাজ শুরু করার পর প্রাথমিকভাবে এটা নিয়ে সফল হয়েছি। এনিমেল মডেলে এটা সফল হয়েছে। এখন আমরা আশা করি মানবদেহেও এটা সফলভাবে কাজ করবে। আমরা বিষয়টি নিয়ে এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে যাব। এরপর তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী পরবর্তী ধাপগুলো সম্পন্ন করবো। সেই ধারাবাহিকতায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একের পর এক সফলতা তুলে ধরতে সক্ষম হয়। আর তাই কিছুদিন আগে মার্কিন মেডিকেল বিষয়ক জার্নাল বায়োঅর্কাইভ জানায়,বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ব্যানকোভিড করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম।আর এখন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ব্যানকোভিড’কে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার (১৭ সেপ্টেম্বর) গ্লোব বায়োটেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্লোব বায়োটিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে।’ এতে বলা হয়, ‘শুধু মাত্র গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় স্থান পেয়েছে।’ যেখানে করোনা নামক এই ভয়ংকর মহামারির বিরুদ্ধে লড়াই করতে করতে অবস্থা নাজেহাল সেখানে এর প্রতিষেধক আবিষ্কার বাংলাদেশের সফলতা সত্যিই প্রশংসনীয়।
মামুন হোসেন আগুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ,ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধনোবেল পুরস্কারের প্রবর্তক বিজ্ঞান সাধক আলফ্রেড নোবেল
পরবর্তী নিবন্ধবাবা মাকে নিয়েই সংসারে খুশি থাকুন