বাবা একজন বন্ধু যার উপর সর্বদা নির্ভর করা যায়

ফারজানা আজিম | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

বাবা হলেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি শত চিন্তা মাথায় নিয়েও তার সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। বাবার ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা মলিন। আমার বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সমস্ত পরিস্থিতিতে আমাদের পাশে থেকেছেন ও থাকবেন। আমার বাবা হলেন এমন একজন বন্ধু যার উপর সর্বদা আমরা নির্ভর করতে পারি। বাবারা সবসময় নিম গাছের মতোই হয়, যার পাতাটা তেতো কিন্তু ছায়াটা সব সময় শীতল হয়। আমার বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য দিতে আমি বড়ই অক্ষম। আমার বাবা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার পকেট শূন্য থাকলেও কখনো আমাদের অসুবিধা হয়নি। আমার বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি কিন্তু কখনোই আমাদের হতাশ করেননি। আমার বাবা আমার জীবনে সবচেয়ে বড় মশার কয়েল, নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে আমাদের সুরক্ষিত রেখেছেন, করেছেন সুশিক্ষিত। অর্থহীন পৃথিবীতে তিনি হলেন আমাদের গর্ব। আমাদের বাবা হলেন আমাদের অস্তিত্বের প্রথম পরিচয়। যতই দুঃখ আসুক না কেন দুঃখের ছায়া আমাদের উপর কখনোই পড়তে দেয়নি আমাদের বাবা। আমাদের বাবা আমাদের ততক্ষণ উৎসাহ দিয়েছেন যতক্ষণ না আমরা জয়ী হয়েছি। আমাদের বাবা এমন একজন বাবা যিনি তার চেয়েও সফল সন্তান তৈরি করেছেন। তিনি নিজের স্বার্থ বিসর্জন দিয়ে পূরণ করেছেন আমাদের আশা। আমাদের বাবা শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড়, তিনি আমাদের জীবনকে সব উত্তাপ থেকে সামলে রেখেছেন।
আমার বাবা হলেন আমাদের অনুপ্রেরণা ও আত্মসংযমের উৎস। আমাদের বাবা হলেন সেই নোঙর যার উপর আমরা দাঁড়িয়ে আছি। আমার বাবা যতই রেগে যান না কেন তিনি আমাদের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। মাঝে মাঝে আমরা পাল্টাতে পারি কিন্তু আমার বাবার ভালোবাসা কখনো পাল্টায় না। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ মনে হয় কিন্তু বাস্তবে তা হল বাবার ভালোবাসা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলেন আমার বাবা যিনি আমাদের যোদ্ধা হতে শিখিয়েছেন। আমার বাবা হলেন এমন একজন অসাধারণ ব্যক্তি যিনি সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন। নিজের সব ইচ্ছে অনুভূতি লুকিয়ে রেখেছেন, নিজের সব ইচ্ছা জলাঞ্জলি দিয়ে জীবন যুদ্ধে একাই লড়ে গেছেন। আমি তার মূল্য খুবই কম দিতে পেরেছি কিন্তু অন্যান্য ভাইবোনেরা ঠিকই দিয়েছে। আমরা সন্তানেরা (সবাই নয়) সময়মতো বাবাদের মূল্যায়ন করতে পারি না কিন্তু বেলা শেষে বুঝতে ঠিকই পারি অমূল্য রতনকে। সেই সন্তানেরা ভাগ্যবান যে বাবা মার জন্য নিঃস্বার্থভাবে করে গেছে। শেষ বয়সে এসে বাবার মতন ছায়া দিয়েছেন বাবাকে। আমার বাবা আল্লাহর দেওয়া অনেক বড় এক নেয়ামত। যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যাবে না।
আমার বাবার নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অপূর্ব অনুভূতি জাগে। আমার বাবা আমার কাছে জীবন্ত এক কিংবদন্তি। ‘রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগিরা’। হে আল্লাহ, আমাদের বাবা মাকে সেইভাবে রাখো শিশু অবস্থায় ওরা যেভাবে আমাদের মায়া মমতা এবং যত্নে আগলে রেখেছিলো।

পূর্ববর্তী নিবন্ধশিশু-কিশোরদের মানস গঠনে শিশুসাহিত্যের গুরুত্ব
পরবর্তী নিবন্ধবন্ধুত্ব মানে বিশ্বস্ততা, বন্ধুত্ব মানে সঞ্জীবনী শক্তি