শিশু-কিশোরদের মানস গঠনে শিশুসাহিত্যের গুরুত্ব

সাইফুল্লাহ কায়সার | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

শিশুসাহিত্যিকরা শিশুকিশোরদের মানস গঠনে প্রধান ভূমিকা রাখে নিঃসন্দেহে। শিশুকিশোরদের মনস্তত্ব বিবেচনা করে শিশুসাহিত্য রচিত হয়। মেধার স্ফুরণ ঘটে শিশুকাল থেকে। একজন মানুষ যেমন পা ছাড়া চলতে পারে না, হাত ছাড়া ধরতে পারে না, চোখ ছাড়া দেখতে পায় না তেমনি শিশুসাহিত্য ছাড়া সাহিত্য পরিপূর্ণ নয়। শিশুরা বাল্যকালে যা শিখে সেটাই তাদের ভিত্তি তৈরি করে। আমরা ছোটবেলায় যেসব ছড়া-কবিতা শিখেছি এখনো আমাদের মনে গেঁথে আছে। শিশুসাহিত্য সর্বজনীন। এখানে কোনো বয়সের তারতম্য নেই, সকলের কাছে গ্রহণযোগ্য। যারা শিশুসাহিত্য চর্চা করে তারা অনেকটা অবহেলিত, সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে না। শিশুসাহিত্য সহজ বিষয় নয়, অনেক কঠিন। তাই শিশুসাহিত্যিকদের অবহেলা নয়, তাদেরকে প্রাপ্য সম্মান দিলে আমাদের সাহিত্য আরো সুদৃঢ় হবে।

পূর্ববর্তী নিবন্ধজামালখানে একটি নালার অপমৃত্যু
পরবর্তী নিবন্ধবাবা একজন বন্ধু যার উপর সর্বদা নির্ভর করা যায়