বন্ধুত্ব মানে বিশ্বস্ততা, বন্ধুত্ব মানে সঞ্জীবনী শক্তি

অনামিকা দত্ত | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

আজকাল আমরা প্রায়শই ফেইসবুকে ফেইস ধারণকারী বন্ধুদের চরম ভক্তে পরিণত হয়েছি। যাদের সুখ-দুঃখে আমাদের তেমন কিছু যায় আসে না যদিও। তবুও লাইক কমেন্টের আদলে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছি অবিরত। প্রকৃত বন্ধুত্বের কাছ থেকে মানসিক ভাবে দূরে সরে এসেছি বহু আগে। যে বন্ধুত্বগুলোতে ছিল না কোনো মেকি ভাবাবেগ। ছিল না কোনো লাইক কমেন্ট দেওয়ার মতো উগ্রানো বৃত্তি। তখন দু-একটা বিশ্বস্ত বন্ধুই ছিল বটে যেই বন্ধুগুলোকে চোখ বন্ধ করেও মনের বলা না বলা কথাগুলো নিঃসংকোচে ব্যক্ত করা যেত। ফেইসবুকে এখন শত শত বন্ধু বলতে গেলে হাজার পেরুই। সেই বন্ধুগুলোর অধিকাংশই হয়তো অপেক্ষায় থাকে শুধু একটি আপডেটের। যেখানে থাকবে দৃশ্যমান ঘেরা একটি ঝলমলে ছবি। যার প্রাণবন্ততার স্বীকৃতিস্বরূপ থাকবে নির্ধারিত লাইক ও কমেন্ট।
প্রকৃতপক্ষে এই বন্ধুত্ব কতোটা সঞ্জীবনী শক্তি জোগায় এগিয়ে চলার পথে?

পূর্ববর্তী নিবন্ধবাবা একজন বন্ধু যার উপর সর্বদা নির্ভর করা যায়
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে