বান্দরবানে রিমান্ড শেষে ১৬ জন ফের কারাগারে

রুমায় ব্যাংক ডাকাতি মামলা

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, আইনশৃংখলা বাহিনীর অস্ত্র লুট, হামলা মামলায় কেএনএফের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৬ নারীকে দুদিনের রিমান্ড শেষে আদালতের নির্দেশে ফের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) এর বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন আদালত আসামিদের হাজির করে পুলিশ। আদালত অভিযোগ শুনানি শেষে আসামিদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান কোর্ট পুলিশের উপপরিদর্শক প্রিয়েল পালিত জানান, রুমা থানায় কেএনএফের ব্যাংক ডাকাতি, আইনশৃংখলা বাহিনীর অস্ত্র লুট, হামলা মামলায় গ্রেপ্তার ১৬ নারী আসামিকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনানি শেষে ১৬ আসামিদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন বর্জনের আহ্বান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাতৃভূমির ২৫ পথশিশু নিয়ে আলো সিঁড়ি বিদ্যানিকেতন