বান্দরবানে করোনাভাইরাসের সংক্রমনরোধে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জনসচেতনতা মূলক প্রচারণা ও পথচারীদের মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বান্দরবান বাজারসহ আশপাশের এলাকাগুলোতে কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত। পরে মুক্তমঞ্চের সামনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহজাবিন হক, ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্য আব্দুল্লাহ আল ফায়সাল, ভলান্টিয়ার মিলি প্রু মারমা, এএ প্রু মারমা প্রমুখ।
সংগঠনের ভলান্টিয়ারা জানায়, বাংলাদেশ জাগো ফাউন্ডেশন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি অলাভজনক নেটওয়ার্ক থেকে তরুণ ও যুবসমাজ স্বেচ্ছাসেবার মাধ্যমে সকলকে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে প্রত্যেকের মূল্যবোধের পরিবর্তনের জন্য কাজ করছে। সে ধারাবাহিকতায় সারাদেশে ৮টি বিভাগে ৩৫ হাজারেরও বেশি ভলান্টিয়ার নিয়ে দেশের সমস্যা-সম্ভাবনা, দুর্যোগ, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশ বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।