বান্দরবানে গাঁজা সহ অটোরিকশা চালক আটক

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৯ জুন, ২০২১ at ৬:২১ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ একটি অটোরিকশা চালককে আটক করা হয়েছে। আজ বুধবার (৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাবুর পানের দোকানে অটোরিকশা আটকে অভিযান চালায় পুলিশ।
এসময় অটোরিকশা থেকে ১ কেজি ৮শ’ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় চালক শফিক আহমদকে(২১) আটক করা হয়েছে।
তার বাড়ি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায়। তার পিতা রাজ্জাক আলী।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) শরীফ ইমনে আলম জানান, অটোরিকশা চালক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বিপুল পরিমাণ গাজার চালান নিয়ে ঘুমধুম গ্রাম হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে খবর পেয়েই তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
দীর্ঘদিন ধরে গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ উপজেলাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছে শফিক আহমদ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণে রাজস্ব আয় ১২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধ১১ পাসপোর্ট দালাল গ্রেফতার