কাতিক ডেকে আগনকে কয় ঘুম থেকে ওঠ জেগে
যে যার আপন কাজে রে চল আমরা পড়ি লেগে।
ধানের গায়ে রঙ লেগেছে ধানের ঠোঁটে হাসি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
কাতিক ডেকে আগনকে কয় আউশ–আমনের সাথে
সবুজ ক্ষতে রোজ দেখা হয় শিশির ভেজা প্রাতে।
হয় কথা ঢের হাতটি ধরে এগোই পাশাপাশি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
আগনে কয়, গন্ধরাজ আর মল্লিকা কাঞ্চন–
ঘ্রাণ মোহ রূপ ছড়িয়ে জানায় আমায় সম্ভাষণ।
হিমঝুরি রাজ অশোক ছাতিম কামিনী ফুল মাসি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ধান কাটা ধুম নতুন চালের পিঠা পুলির দিন
নবান্ন উৎসবের বাদন বাজছে তাধিন ধিন
কাতিক আগন বাজায় মোহন হেমন্ত সুর বাঁশি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।