বাঁশখালী সড়কে এবার মালবাহী ট্রাক খাদে

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২২ অপরাহ্ণ

দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বাঁশখালীবাসীকে। প্রতিদিন কোথাও না কোথাও ছোটখাট দুর্ঘটনা ঘটেই চলেছে।
অপরদিকে দুঘর্টনা রোধে বাশঁখালীতে ১০টির বেশি মানববন্ধন হয়েছে চলতি মাসে। তারপরও রোধ হচ্ছে না দুর্ঘটনা।
এদিকে, আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বৈলছড়ি ইউনিয়নের চেঁচুরিয়া এলাকায় পণ্যবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়।
এসময় ট্রাকের চালক ও সাথে থাকা দু’জন সহযোগী আহত হলে ব্যক্তিগতভাবে চিকিৎসা নেন।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে পণ্যবাহী ট্রাকটি বৈলছড়ি ইউনিয়নের চেঁচুরিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা গাড়িকে জায়গা দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
স্থানীয় জনগণ অভিযোগ করেন, ট্রাকচালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে এ অবস্থা হয়েছে।
আজ বুধবার বিকালে বিশেষ ট্রাকে করে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে তোলা হলেও গাড়িতে থাকা অধিকাংশ মালামাল পানিতে ভিজে যায় বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে কয়েদির মৃত্যু