বাঁশখালীর চাম্বলে হামলায় আহত ৭

আশংকাজনক অবস্থায় দু’জনকে চমেকে প্রেরণ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:৫৩ অপরাহ্ণ

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ডেপুটিঘোনা এলাকায় জায়গার বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

আজ রবিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত সেলিম উদ্দিন (৪৫) এবং নাজিম উদ্দিন (২৪) নামে দুই ভাইকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডেপুটিঘোনা এলাকার মৃত মো. আব্বাসের পুত্র।

এ ঘটনায় আহত অন্যদের মধ্যে আছেন রাশেদা বেগম(৬৫), কামাল উদ্দিন(৫০), রহিম উদ্দিন(৩৮)। তারা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলেও আজ রবিবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম।

স্থানীয় ও ঘটনায় আহতদের সূত্রে জানা যায়, চাম্বল ইউনিয়নের ডেপুটিঘোনা এলাকায় মৃত মো. আব্বাসের পুত্রদ্বয় ও নুরুল আলম গংদের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বিগত দিনে মামলা ও আদালতের রায় হলেও আজ রবিবার দুপুরে তারই জের ধরে হামলার ঘটনা ঘটে এবং এতে উপরোক্তরা আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা