বাঁশখালী উপজেলার চাম্বলের এনটিবি এবং বাহারছড়ার এমবিএম নামে দুই ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, উপজেলার চাম্বলের এনটিবি এবং বাহারছড়ার এমবিএম ইটভাটায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার এবং পাশের কৃষি জমি থেকে মাটি কাটার খবরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাম্বল ইউনিয়নের এনটিবি ইটভাটার ম্যানেজারকে গাছের গুড়ি ও লাকড়ি পুড়িয়ে ইট তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে ভাটার এলাকা থেকে সকল লাকড়ি অপসারণ করার নির্দেশ দেয়া হয়। অপরদিকে এমবিএম ইটভাটায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার করার এবং পাশের কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ইটভাটার ম্যানেজার মো. নূর হোসেনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।