ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় লাখ–লাখ মানুষ পানিবন্দি। জীবনযাত্রা সংকটাপন্ন। কাঁচা–মাটির ঘর ও স্থাপনা একেবারেই বিলীন হয়ে গেছে। ফসলি জমি, ক্ষেত–খামার, মাছের ঘের, গবাদি পশু ইত্যাকার জীবিকা নির্বাহের মতো অবলম্বন ম্যাসাকার হয়ে গেছে। এমতাবস্থায় এসব এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রাখাসহ পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেয়া জরুরী। তিনি ক্ষতিগ্রস্তদের যথাযথ চিহ্নিত পূর্বক সুদবিহীন দীর্ঘ মেয়াদী ঋণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি গতকাল বুধবার একটি রিলিফ টিম ফেনীর দাগনভূঁইয়া, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর ও ফুলগাজির বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপরোক্ত মন্তব্য করেন। ফেনী জেলায় ৩য় ধাপে ৬০০ পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। প্রতি পরিবারে চাল, ডাল, আলু, লবন, সয়াবিন তেল, মোমবাতি, দেশলাই, চিড়া, নতুন ও পুরাতন কাপড় বিতরণ করা হয়। এসময় তাঁর সাথে ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স, ম হামেদ হোসাইন, ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, আলহাজ আলম রাজু, ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা মনসুর মোল্লা, মহি উদ্দিন, কাজী আহসানুল আলম, হাসনাইন আহমদ আল কাদেরী, জাকির হোসেন চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন, এবিএম আরাফাত মোল্লা, সিরাজ উল্লাহ, ওয়ায়েস উল্লাহ, মুফতি ফয়েজ উল্লাহ আল কাদেরী, এমএ নাসের, হামিদুল হক, ওমর ফারুক, এবি সিদ্দিক, হাফেজ এবি সিদ্দিক সোহেল, সিরাজ উদ্দিন দুলাল, হাসান আল মারুফ, এখলাস উদ্দিন, সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সোহেল প্রমুখ। উল্লেখ্য, অধ্যক্ষ আল্লামা শামসুদ্দোহার নেতৃত্বে ইসলামিক ফ্রন্টের অপর একটি টিম নোয়াখালীতে ৪০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন। পাশাপাশি কুমিল্লা, লাকসাম, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, মিরসরাই ও ফটিকছড়ির দুর্গত এলাকাসমূহতে স্থানীয় নেতাকর্মীরা নিরবচ্ছিন্ন ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।