বন্ধুত্ব

নৈরিৎ ইমু | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

কোনো ঘন জঙ্গলে

তুমি ঘুরে বেড়াতে পারো, খালিপায়ে

একটি প্রহর

আর এভাবেই প্রশান্তি তোমার বন্ধু হবে।

আরও তো বন্ধু ছিলো আমাদের

ছায়া কিংবা জলবিম্ব

দু’এক ফোঁটা অশ্রু

এমনকি একেকটি রুদ্ধশ্বাস জীবনের মুহূর্ত।

নরম যে বাতাস তোমাকে ছুঁয়েছে

সৌখিন বাড়ির পাশে

কম্পিত পাপড়ির সামান্য উঁচুতে

আর বিস্তৃত মনের ভূমি ফুলের বাগান হয়ে গিয়েছে

ফলে প্রশান্তি উষ্ণতম বন্ধু হয়ে উঠেছে।