মুসলেহ্ উদ্দিন মুহম্মদ বদরুল আমার অগ্রজ প্রতিম এক বন্ধু। সামাজিক, শিল্প সাহিত্য, শিশু সংগঠন ক্ষেত্রে তাঁর সাথে সম্পর্কিত ছিলাম কিশোরবেলা থেকেই। তাঁর সংস্পর্শে এসে শিখেছিলাম অনেক কিছু। তাঁর শিশু সংগঠন দক্ষতা অনন্য। ছিলেন উপমহাদেশের কিংবদন্তি শিশু সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের খুবই প্রিয় ভাজন।তাঁর শিশু সংগঠনের দক্ষতা দেখে দাদাভাই চেয়েছিলেন যদি সম্ভব হতো তাঁকে ঢাকায় নিয়ে রাখতে। আমার প্রিয় এ বন্ধু একজন বড় রাজনৈতিক নেতাও হতে পারতেন। ছেলেবেলা থেকেই চমৎকার বক্তৃতা দিতে পারতেন। কিশোরবেলায়ই পেয়েছিলেন বঙ্গবন্ধুর হাতে স্নেহের পরশ। মানুষের উপকার করেই বদরুল ভাই যে আত্মতৃপ্তি পেতেন অন্য কিছুতে তা যেনো পেতেন না। নিঃস্বার্থ ছিলো তাঁর সমাজসেবা। অসুস্থতা তাঁকে আজ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। তাঁর মধুর সান্নিধ্যের অভাবে আমার হৃদয়ে প্রতিক্ষণে হয় ব্যথার ক্ষরণ। আপনার রোগ শয্যার কাছে ঘন ঘন যেতে পারিনা বলে নিজেকে অপরাধী মনে হয়। আপনি তো মহান হৃদয়ের মানুষ। আমাদের ভুলত্রুটি আপনার সহজাত বৈশিষ্ট্যে ক্ষমা করে দেবেন। পরম করুণাময় আল্লাহর কাছে আর্জি, তিনি যেনো আপনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।