প্লাস্টিক-পলিথিনের ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ চাই

চকরিয়ায় সাইকেল র‌্যালি

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

প্লাস্টিক নয়দূষণ নয়, পৃথিবী বাচাঁওবাংলাদেশ বাঁচাও’ স্লোগানে ইজি রাইডার্স বাইসাইকেল ক্লাব নামের একটি সংগঠনের উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়।

গতকাল সোমবার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চত্বরে পলিথিন ও প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে এবং জনসাধারণকে সচেতন করার অংশ হিসেবে বাইসাইকেল র‌্যালির অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রাফফান। র‌্যালিটি প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে কৈয়ারবিল ইউনিয়ন থেকে কাকারা ও সুরাজপুরমানিকপুর ইউনিয়ন হয়ে বান্দরবানের লামার মিরিঞ্জা পর্যটন স্পট ভ্যালিতে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আবু বক্কর, আকিবুল, সজীব, ইমন, পারভেজ প্রমুখ। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রাফফান বলেন, প্লাস্টিক, পলিথিনের বিকল্প হিসেবে কাগজ, পাট বা সুতির কাপড়ের তৈরি ব্যাগসহ অন্যান্য জিনিসের ব্যবহার বাড়ালে প্রকৃতি এবং মানুষের জন্য ভালো হবে। দেশে ২০০২ সালে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করে আইন করা হয়েছে। কিন্তু এই আইনটি যথাযথ প্রয়োগের অভাবে প্লাস্টিকপলিথিন পরিবেশকে মারাত্মকভাবে দূষণ করছে। এ ব্যাপারে সকলকে সচেতন হওয়া প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সভা
পরবর্তী নিবন্ধবস্তাবন্দি করার সময় পালাল মেছোবাঘ