ওরা ভীষণভাবে ভালোবাসবে বলে কাছে এসেছিল,
কিন্তু আর ভালোবাসা হলো না।
ওরা ভীষণভাবে কাছের থাকার প্রতিশ্রুতি করেছিল,
কিন্তু প্রতিশ্রুতি আর পূরণ হলো না।
দেখার আকুতি ভরা দুচোখ ভুগছিল
ভীষণ রকম অপেক্ষায়,
প্রিয় দুঃখ কিনছিল ওরা আকাশসম ভালোবাসায়।
মনের দূরত্ব কখনো ছুঁয়ে যায়নি আকাশ,
পথের দূরত্বে হয়নি বিলীন অপ্রাপ্তির অবকাশ।
কতটা দূরে গেলে দূরকে কাছের বলা হয়
কতটা কাছে আসলে দূরে সরে যেতে হয়?