আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মাধ্যমিক পর্যায় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড (অনলাইন) আয়োজন কর্মসূচি সমূহের মধ্যে অন্যতম। অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামীকাল ১২ মার্চ। ১৪ মার্চ সকাল ১০টায় নগরীর দামপাড়ায় প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন, অলিম্পিয়াডের ফলাফল প্রকাশ ও সার্টিফিকেট প্রদান পর্ব অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর এবং কুইজ পর্বে অংশগ্রহণ করবেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। প্রেস বিজ্ঞপ্তি।