প্রধানমন্ত্রী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর

‘শেখ হাসিনা দিন বদলের নেত্রী’র মোড়ক উন্মোচনে অনুপম সেন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, যিনি চরম প্রতিকূল পরিবেশেও শান্ত থাকতে পারেন, স্বপ্ন দেখতে পারেন এবং স্বপ্ন দেখাতে পারেন তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ঠিক যেন বঙ্গবন্ধুর মতোই। আমাদের প্রধানমন্ত্রী নিরন্তর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর। তিনি অনেক দূরে দেখতে পারেন। একচল্লিশ সালে উন্নত বাংলাদেশের ছবি আঁকেন। অথচ আমরা জানি এ পথচলা কতটা চ্যালেঞ্জিং হতে পারে। তবুও তিনি নিকষ অন্ধকারে বসেও আলোর সন্ধান করেন। ঠিক যেমন করে বঙ্গবন্ধু অন্ধকার কারাগারে বসেও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন, ঠিক তেমনি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ছক কষেন তাঁর কন্যা।
গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী সম্পাদিত ‘শেখ হাসিনা দিন বদলের নেত্রী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউনুচ চৌধুরীর সভাপতিত্বে ও মিলি চৌধুরীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন ড.অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন। এসময় বক্তব্য রাখেন, নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান, ওয়াহিদ জামান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শুকলাল দাশ, নুরুল আজিম রনি।

পূর্ববর্তী নিবন্ধদেশের শিল্প-সংস্কৃতি সমৃদ্ধ করেছেন গুণীজনরা
পরবর্তী নিবন্ধআইইউবিতে ১২৩ ফ্যাকাল্টিকে দেয়া হলো ল্যাপটপ