সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে প্রতিভা দিয়েছেন। এ প্রতিভা লুকায়িত থাকে মানুষের অন্তরে। প্রতিভা বিকষিত হয় বই পড়ার মাধ্যমে। আমরা যখন বই পড়ি জ্ঞানের আলো আমাদের মনে বিচ্ছুরিত হতে থাকে। কল্পনার দুয়ার খুলে যায়। নানান কল্পনা আমাদের মনে ভীড় করে। আর এ কল্পনা থেকে জ্ঞান–বিজ্ঞানের সৃষ্টি। আমি সকাল হতে রাত সাড়ে দশটা পর্যন্ত অফিসের কাজে ব্যস্ত থাকি। বাসায় আসতে রাত সাড়ে এগারোটা বেজে যায়। আগের মতো তেমন বই পড়া হয় না। বই না পড়ার কারণে কবিতা বা কোনো লেখা আমার মাথায় ভিড় করে না। মাঝে মাঝে মনে হয় অসার হয়ে গেছি। শুক্রবার আমার বন্ধের দিন। এ সময় চেষ্টা করি বইয়ের সাথে থাকতে। বই যখন পড়ি আমি কল্পনার রাজ্যে হারিয়ে যাই।
এ সময় দুই/একটা লেখা হয়ে যায়। আশ্চর্য কী অলৌকিক শক্তি! আসলে মানুষ যখন বই পড়ে তখন জ্ঞানের দ্বার খুলে যায়। তবে সেই বইটি হতে হবে ভালো বই। যা আপনার মনের অন্ধকারকে দূর করে দেয়। বর্তমানে প্রজন্মের ছেলে –মেয়েরা অনেকে অধ্যয়ন করে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। তারা পাঠ্যসূচির বই ছাড়া অন্য কোনো বই পড়ে না। তাদের চিন্তা–ভাবনা ব্যবসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরী বা ভালো একটা চাকুরি করা। এর বাইরে তারা অন্যকিছু চিন্তা করে না। আমি বলবো যারা এ ধরনের চিন্তা করে তারা রোবটের মতো যান্ত্রিক। তাদের থেকে সমাজ, জাতি কোনকিছু আশা করতে পারে না। তাই বর্তমান প্রজন্ম যদি পাঠ্যসূচির পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস করে তারা যেমন আলোকিত হবে তেমনি সমাজ ও জাতিকেও আলোকিত করতে পারবে।