বন্দর-ইপিজেড এলাকায় উন্নতমানের সরকারি হাসপাতাল চাই

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:১৯ পূর্বাহ্ণ

শরীরের সুস্থতা মনকে প্রশান্ত করে। শরীর সুস্থ না থাকলে মন দূর্বল হয়ে পরে। প্রায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রয়োজন হয় ডাক্তারের। বড় ধরনের রোগে আক্রান্ত হলে যেতে হয় হাসপাতাল। কিন্তু নিকটবর্তী কোনো স্থানে হাসপাতাল না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। জীবনমৃত্যুর লড়াইয়ে হেরে যায় সুন্দর প্রাণ। বন্দর, ইপিজড, পতেঙ্গা রোডে সরকারি অর্থায়নে একটি উন্নত মানের হাসপাতাল জরুরি। বিশেষ করে কাটগড়, পতেঙ্গা এলাকায় বসবাস করা মানুষদের জন্য। কারণ এই জায়গায় তেমন উন্নত মানের হাসপাতাল নেই। থাকলেও প্রাইভেট হাসপাতাল রয়েছে, যেখানে সাধারণ মানুষদের চিকিৎসার খরচ চালানো অনেক কষ্টসাধ্য। যানযটের কারণে রোগীর অবস্থাও খারাপ হতে থাকে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ এই এলাকার মানুষদের আর্থিক অবস্থা, যানযট ও উন্নত চিকিৎসার কথা বিবেচনা করে সরকারি ব্যবস্থাপনায় একটি উন্নত মানের সরকারি হাসপাতাল নির্মাণ করার আহ্‌বান জানাচ্ছি।

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম

হালিশহর মুনিরনগর, মুন্সীপাড়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিভা বিকশিত হয় বই পড়ার মাধ্যমে
পরবর্তী নিবন্ধনারীজন্মই একটি পরীক্ষা ক্ষেত্র