নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাসের দেওয়ানহাট ব্রিজের নিচে ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দুপুর আড়াইটার দিকে দেওয়ানহাট ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি শিশুটির মধ্যে প্রতিবন্ধী লক্ষণ প্রকাশ পাওয়ায় পরিবার তাকে ফেলে চলে যায়। শিশুটি অসুস্থ হওয়ায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।