সেদিনও এমনই ঢেউ ছিলো বুকের নদীতে
দু‘চোখে টুইটুম্বুর বর্ষা প্লাবন
আকাশের উজ্জ্বল তারারা ছিলো দুঃখসঙ্গী,
পূর্ণিমা চাঁদ সখি হয়েছিলো সহমর্মিতায়
তুমি অন্তরীণ হলে প্রচ্ছায়ার অন্তরালে।
ছিঁড়ে যাওয়া সময়ের পালে জাগরূক
অনির্ণেয় বেদনাব্যঞ্জন
না–বলা সহস্র ধ্বনি।
কখনো বলিনি থেকে যাও
জানতাম যা আমার তা ফিরবে
চৈতালি রুক্ষ্মতা জুড়াবে ঝাঁক ঝাঁপানো বৃষ্টি।
জলের রেখায় হাসে উড়ে যাওয়া গাঙচিল
হাঁসের কালো পালক ঝরে পরে সত্যের চরণে
অঁজিষ্ণুতে সাজিয়েছি তমসা বেলা
গহীন বালুচরে পাঁপড়ি মেলছে
বৃহৎ জলপদ্ম ভিক্টোরিয়া আমাজনিয়া।