পেকুয়ায় সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, অর্থদণ্ড

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ৯:১০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে লাইসেন্স বিহীন টমটম ইজিবাইক চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৫ মে) বিকেলে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

এসময় উপজেলা পরিষদ নির্বাচন “ভিজিল্যান্স ও অবজারভেশন টিম” এর সদস্য নুর পেয়ারা বেগম চেয়ারম্যান প্রার্থী রোমান ইয়াসমিনের প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার না করতে গাড়িতে থাকা প্রার্থীর সমর্থককে প্রাথমিকভাবে সতর্ক করে দেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দেশীয় তৈরী অ’স্ত্র বানানোর সরঞ্জামাদি জব্দ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২