পেকুয়ায় প্রশাসনের অভিযানে ২ বেকারীকে অর্থদণ্ড

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ৭:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্য উৎপাদন ও মেয়াদবিহীন পাউরুটি, বিস্কুট, কেক সরবরাহ করার দায়ে পেকুয়া চৌমুহনীস্থ ঢাকা বেকারি ও সিকদার পাড়া গোল্ডেন ব্রেড বেকারী নামে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী ও সিকদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

এসময় ভোক্তা অধিকার আইনে এ দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
পরবর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন : মনোনয়ন জমা দিলেন ১১ জন