পেকুয়ায় সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মুদি দোকানিকে আটক করে যৌথ বাহিনী। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে পেকুয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তোফায়েল (১৬ ক্যাভ্যালরি) এর নেতৃত্বে উপজেলার মগনামা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের পশ্চিম বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী। এ সময় জাহেদুল ইসলাম (৪৫) নামে ওই মুদি দোকানির দেওয়া স্বীকারোক্তি মতে তার দোকানের বিশেষ স্থান থেকে ৩৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক জাহেদুল ইসলাম মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাজার পাড়া এলাকার আবু তাহের পুত্র। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মগনামা থেকে ইয়াবাসহ ১ জনকে আটক করে পেকুয়া থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজ করে আদালতে প্রেরণ করা হয়েছে।