নীল সমুদ্রের তলদেশ থেকে
তুমি মুক্ত খুঁজতে যাচ্ছো?
যেও না। পাবে না তুমি তাকে।
আর, যদিও বা যেতে তোমার মন চায়
তবে? সে তুমি জানো।
সাগরের ঢেউ খুব অপূর্ব
মুক্তও কি তাই? নিশ্চয়,
নইলে সে লুকিয়ে থাকবে কেনো!
জিজ্ঞেস করতে চাও?
পাবে না উত্তর।
মিছেই তুমি ক্লান্ত হবে।
আমি জানি, জানি আমি
তুমি ধুলোতে লুটোপুটি খেলেও—
সে তোমাকে ভুলেও উঁকি দিয়ে
দেখতে আসবে না,
ফিরেও তাকাবে না।
কারণ– সে অনেক গভীরে।