তবুও জয়

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

যাচ্ছে যাক, সব লুটে পুটে খাক

কেড়ে কুড়ে নেবে জানি

আবারো বুনবো ধান, ফলাবো ফসল

কত নেবে, কত আর খাবে টানি!

জালের মত পাহারা বিছিয়ে ছেঁকে নিলে সব জল

ফাঁক গলেও বেরোতে পারি সে আমি অনর্গল।

ডাল নেবে তবু বীজ আছে, বীজ নেবে তবু ভ্রুণ আছে,

ভ্রুণ নিলে তবে কোষ আছে , পাবে না অবক্ষয়

শত পরাজয়ে সন্ধ্যে এলেও আসবে এক ভোর জয়।

পূর্ববর্তী নিবন্ধপাবার সাধ
পরবর্তী নিবন্ধজ্যোৎস্না-ভেজা রাত