পরকীয়া প্রেমিকের বাড়ি থেকে বেরিয়ে কাউখালীতে গার্মেন্টস কর্মী খুন

স্বামী ও পরকীয়া প্রেমিক আটক

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১০:২৭ অপরাহ্ণ

দীর্ঘদিনের পরকীয়া প্রেমের জের ধরে খুন হলেন রাউজানের জয়নগর গুচ্ছগ্রাম এলাকার সাইদুল ইসলামের স্ত্রী শাহানা আক্তার (৩২)।
পেশায় গার্মেন্টস কর্মী দুই সন্তানের জননী শাহানা আক্তার কাউখালীতে খুন হন।
গতকাল সোমবার (৫ এপ্রিল) রাতে কাউখালীর বেতবুনিয়ার মনাইরটেক মূখছড়ি জঙ্গলে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কাউখালী থানা পুলিশ স্বামী ও পরকীয়া প্রেমিকসহ দু’জনকে আটক করেছে।
এ ব্যাপারে শাহানার বাবা বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে রাউজান জয়নগর এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশা চালক সাইদুল ইসলামের স্ত্রী শাহানা আক্তারের সাথে পূর্ব জয়নগর বড়ুয়া পাড়ার কালু বড়ুয়ার ছেলে সুজন বড়ুয়ার পরকীয়া প্রেম চলে আসছিল।
গত ৪ এপ্রিল চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করা দুই সন্তানের জননী শাহানা বাড়িতে এসে এক সন্তানকে নিয়ে সরাসরি পরকীয়া প্রেমিক সুজন বড়ুয়ার বাড়িতে চলে যায়।
খবর পেয়ে ঐদিন সন্ধ্যায় শাহানার স্বামী সাইদুল সুজনের বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে আসতে যায় কিন্তু স্ত্রী রাজী না হওয়ায় এবং প্রেমিক সুজন বড়ুয়ার বাধার মুখে শুধু সন্তানকে নিয়ে চলে আসেন সাইদুল।
এ নিয়ে সাইদুল ও সুজনের মধ্যে বাকবিতণ্ডা এমনকি হাতাহাতিও হয়।
রাত দশটায় সাইদুল স্ত্রীকে আনতে পুনরায় তার আত্মীয়-স্বজন নিয়ে সুজন বড়ুয়ার বাড়িতে যায়।
এতেও তার স্ত্রী শাহানা আসতে রাজি না হওয়ায় দ্বিতীয় দফা সুজন বড়ুয়ার সাথে মারামারিতে জড়িয়ে পড়েন এবং স্ত্রী ছাড়া খালি হাতে ফিরে আসে সাইদুল।
গতকাল সোমবার সকালে প্রেমিক সুজন বড়ুয়ার বাড়ি থেকে শাহানা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হয়ে যান।
ঐদিন রাতে কাউখালীর বেতবুনিয়া মনাইরটেক মুখছড়ি এলাকায় শাহানাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ শাহানাকে উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করালে সেখানেই তার মৃত্যু হয়।
তবে মৃত্যুর আগে শাহানা সুজন বড়ুয়া ছাড়া কারো নাম বলতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কাউখালী থানা পুলিশ রাউজান পুলিশের সহায়তায় জয়নগর এলাকা থেকে স্বামী সাইদুল ইসলাম ও প্রেমিক সুজন বড়ুয়াসহ দুইজনকে আটক করেছে।
এ ব্যাপারে শাহানার বাবা বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি মো. শহিদ উল্লাহ জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে লকডাউনে কোচিং সেন্টার-ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধস্ত্রীর গলার চেইন উদ্ধার করতে গিয়ে ছুরিতে আহত এএসআই