পবিত্র ইসলাম থাকবে স্বমহিমায়

শোহদায়ে কারবালা মাহফিলের সমাপনীতে মনজুর আলম

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

চসিকের সাবেক মেযর এম. মনজুর আলম বলেছেন, পবিত্র ইসলাম বিদ্বেষী একটি মহল পবিত্র ইসলামের পবিত্রতা ক্ষুণ্ন করার অপকৌশল নিয়ে নানাভাবে গুজব ছড়ায় যা কাম্য নয়। পৃথিবী যতদিন থাকবে ততদিন পবিত্র ইসলাম থাকবে স্বমহিমায়। আহলে বায়েতে রাসুল (সা.) দের ত্যাগ ও জীবন অলম্বন করে কারবালার শিক্ষায় ঈমানের বল আরো সুদৃঢ় করে সুন্নিয়তের খেদমতে অবদান রাখতে হবে। আহলে বায়েতে রাসুল (সা.) স্মরণে শোহদায়ে কারবালা মাহফিলের সমাপনীতে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার মোস্তফাহাকিম শিল্প গ্রুপের ২১৮, দেওয়ানহাটস্থ কর্পোরেট অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত হয় শোহাদায়ে কারবালার মাহফিল। এ মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হলো মাসব্যাপী কারবালার মাহফিল। সকাল ১০টায় শুরু হয় খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, দোয়ামিলাদ। মোস্তফাহাকিম গ্রুপের পরিচালক সরোয়ার আলম এতে সভাপতিত্ব করেন। ওয়াজ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান। আলোচনা করেন তাহের গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের, মো. শাহীন আলম, শিল্পপতি জাহিদুল আলম শিবলু, মাওলানা সৈয়্যদ ইউনুচ রজভী, ফরিদ আহমদ মুরাদ, বাদশা আলম, মাওলানা ইউসুফ আল কাদেরী, মাওলানা ফোরকান উদ্দিন, মাওলানা ফরিদুল আলম, মাওলানা আবদুল মান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে রাউজান পৌরসভার অভিযান শুরু
পরবর্তী নিবন্ধড. তৌফিক সাঈদকে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ