ড. তৌফিক সাঈদকে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩ () ধারা অনুযায়ী প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার পদে অধ্যাপক ড. তৌফিক সাঈদকে নিয়োগ প্রদান করেছেন। অধ্যাপক ড. তৌফিক সাঈদ আগামী ৪ বছর এই পদে দায়িত্ব পালন করবেন।

. তৌফিক সাঈদ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ২০০৬ সালে সুইডেনের স্টকহোমের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজি (কেটিএইচ) থেকে ‘ইনফরমেশন টেকনোলজি স্পেশালাইজড ইন ইন্টার‌্যাকটিভ সিস্টেমস’ মেজরের ওপর এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ডিন, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলসহ প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক মানের বিভিন্ন জার্নালে তাঁর গবেষণামূলক অনেক লেখা প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ইসলাম থাকবে স্বমহিমায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির লিফলেট বিতরণ