জলাবদ্ধতা নিরসনে রাউজান পৌরসভার অভিযান শুরু

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানসহ পানি নিষ্কাশনের লক্ষ্যে খাল নালা পরিষ্কার অভিযান শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেয়র জমির উদ্দিন পারভেজ এই অভিযান পরিচালনা করেন। এর আগে ১৬ আগস্ট সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী মেয়রকে পৌর এলাকার পানি নিষ্কাশনে সব খাল নালা পরিষ্কার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে নির্দেশ দেন। মেয়র বলেন, যারা সরকারি খাস নালা খালের জায়গা অবৈধভাবে দখলে রেখেছে তাদের স্থাপনা ভেঙ্গে দেয়া হচ্ছে। যেখানে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে সেখানে স্কেভেটর দিয়ে খনন করা হচ্ছে। তার এই কর্মসূচিতে গতকাল পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার বাচ্চু স্মৃতি সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপবিত্র ইসলাম থাকবে স্বমহিমায়