তোমাকে দেখার পরে আমার কী যেন হলো
আমার মনন আমার চেতনা সব বদলে গেল
পরিজন আর বন্ধুদের সাথে দূরত্ব বাড়লো
নতুন এক বন্ধু নাম যার ‘নীরবতা’, জীবনে এলো।
নীরবতা, নীরবতা
নীরবতা আমার বন্ধু, আমার প্রেম
তোমাকে বুঝতে চাই তাই নীরবতাকে বুঝেছি
তোমাকে পেতে চাই তাই নীরবতাকে কাছে টেনেছি।
তোমার চাহনি আমি বিশ্লেষণ করি নীরবতা দিয়ে
তোমার হাসি আমি সংশ্লেষণ করি নীরবতা দিয়ে
তোমার কথা আমি অনুরণন করি নীরবতা দিয়ে
তোমার প্রেম আমি ধারণ করি নীরবতা দিয়ে।
আমি আড্ডা ছেড়েছি, হৈচৈ ছেড়েছি
বিনিময়ে নীরবতা নিয়ে তোমাকে চেয়েছি
আমি চাই তোমার অণু পরমাণু সব আমার হোক
তোমার সব প্রশ্বাসের শব্দ নীরবতা আমায় দিক।
নীরবতা অনুবাদ করে তোমার সাথে সংলাপ
নীরবতা মিটিয়ে দেয় আমার মনের বিলাপ
কখনো আবার সংলাপের ভাষা হয় নীরবতা
তাইতো আমি নীরবতাকে ভালোবেসেছি।
তোমাকে পেতে চাই তাই নীরবতাকে কাছে টেনেছি।