নির্ধারিত সময়েই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলে করোনাভাইরাসের হানায় এবারের বিপিএল ঠিক সময়ে শুরু হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল শংকা। সে শংকা আপাতত কেটে গেছে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন বিপিএল পরিকল্পনা আগের মতোই আছে। ২০ জানুয়ারী থেকে শুরু হয়ে শেষ হবে ২০ ফেব্রুয়ারি। বিসিবির পরিকল্পনা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শেষ হবে ১৪ জানুয়ারী। তার পরপরই বিপিএল। কিন্তু বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে যায় সেটিতে ছিলেন করোনার নতুন সংক্রমন ওমিক্রন আক্রান্ত এক যাত্রী। নিউজিল্যান্ডে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তাতে বাংলাদেশি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন সময় বাড়ে। সিরিজ পেছানো এবং স্থগিতের শঙ্কাও তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই শংকা সত্যি হয়নি। যাতে নির্ধারত সময়ে বিপিএল শুরু করতে আর কোনো বাধা নেই।
গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের ইসমাইল হায়দার বলেন, কোভিড পরিস্থিতির কারণে নিউজিল্যান্ড সিরিজ ঠিক সময়ে হবে কিনা, জাতীয় দলের ক্রিকেটাররা ঠিক সময়ে খেলতে পারবেন কিনা সে জন্য বিপিএলের সিদ্ধান্ত গুলো নিতে দেরি হচ্ছিল। তবে আমাদের প্রস্তুতি ছিল। এখন পর্যন্ত আমাদের ছয়টি দল ঠিক আছে। তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে অংশগ্রহনের টাকা জমা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাঈমের ঘূর্ণিতে পূর্বাঞ্চলের দুর্দান্ত জয়
পরবর্তী নিবন্ধনতুন কমিটি না হওয়া পর্যন্ত থাকছেন আকরাম