নাঈমের ঘূর্ণিতে পূর্বাঞ্চলের দুর্দান্ত জয়

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সবচেয়ে ভয়ের সময়টা আস্থার সঙ্গে খেলে কাটিয়ে দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। তাদের ব্যাটে ওয়ালটন মধ্যাঞ্চলের জয়টা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু নাটকীয়তার তখনও বেশ বাকি। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের চিত্র পাল্টে দিলেন চট্টগ্রামের ছেলে নাঈম হাসান। দারুণ সহায়তা মিলল তানভির ইসলামের কাছ থেকে। তাদের ঘূর্ণিতে নাটকীয় জয় পেল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ১০ রানে জিতেছে ইমরুল কায়েসের দল। ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ ও শেষ দিন ১৮৮ রানে থমকে যায় মধ্যাঞ্চলের ইনিংস। ৪৮ রানে ৬ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের জয়ের নায়ক নাঈম। ব্যাটে-বলে এই ম্যাচে দারুণ উজ্জ্বল ছিলেন তরুণ এই স্পিনার। প্রথম ইনিংসে নেন ৭০ রানে ২ উইকেট। অপরাজিত ৪০ রানের পর খেলেন ৬৮ রানের চমৎকার ইনিংস। ১ উইকেটে ৮৭ রান নিয়ে দিন শুরু করে মধ্যাঞ্চল। দ্বিতীয় ঘণ্টায় নাঈম ও তানভিরের হাত ধরে ঘুরে দাঁড়ায় পূর্বাঞ্চল। সৌম্যকে এলবিডব্লিউ করে শিকার শুরু করেন নাঈম। ভাঙেন ১২০ রানের জুটি। মিঠুনকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাঈম। পরে দ্রুত বিদায় করেন তাইবুর রহমানকে। কিপার ব্যাটসম্যান জাকের আলি ও মৃত্যুঞ্জয় চৌধুরিকে দ্রুত বিদায় করে ম্যাচ পূর্বাঞ্চলের দিকে ঘুরিয়ে দেন অফ স্পিনার নাঈম। লাঞ্চের পর সালমানকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন নাঈম।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি ও নওজোয়ান গ্রীনের জয়
পরবর্তী নিবন্ধনির্ধারিত সময়েই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি