নাসিরাবাদ স্কুল এলামনাই এসো’র ইনডোর গেমস ৩০ সেপ্টেম্বর শুরু

| মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যেগে আয়োজিত স্পোর্টস কার্নিভালের ইনডোর গেমস ইভেন্ট সমূহ আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। উক্ত গেমসে অংশ গ্রহণে ইচ্ছুক সদস্যদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করার জন্য আহবান জানানো হয়েছে। ইভেন্ট সমূহ হচ্ছে ক্যারম একক, ক্যারম দ্বৈত, টেবিল টেনিস একক, টেবিল টেনিস দ্বৈত, দাবা এবং ডার্ট বোর্ড। একক ইভেন্টের এন্ট্রি ফি ৪০০ টাকা আর দ্বৈত ইভেন্টে এন্ট্রি ফি ৮০০ টাকা।