নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

নামিবিয়ার ক্ষমতাসীন দল সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস (এসডব্লিউএপিও) দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিবিসি লিখেছে দেশটির নির্বাচন কমিশন এই ফল প্রকাশ করেছে। নাদাইতওয়া দায়িত্ব নিলে তিনি হবেন নামিবিয়ার প্রথম কোনো নারী প্রেসিডেন্ট। ৭২ বছর বয়সী নাদাইতওয়া বর্তমানে নাবিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর বিডিনিউজের।

দেশটির নির্বাচন কমিশন বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭ শতাংশের মতো ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান্দুলেনি ইতুলা পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। ইতুলা ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের একজন নেতা। নামিবিয়ায় প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৯৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগিনির স্টেডিয়ামে সংঘর্ষ, নিহতের সংখ্যা ১৩৫