যাঁরা সত্যিকার ধার্মিক তাঁরা অন্য ধর্মের ক্ষতি করতে পারে না। শান্তিপ্রিয় মানুষ কারো অশান্তি চায় না। তারাই অশান্তি সৃষ্টি করে যারা বিকৃত মনের মানুষ।‘বিবাদ সৃষ্টিকারী মানুষ হত্যাকারীর চেয়েও জঘন্যতম’। এসব অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।