ধাওয়া খেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি

সীতাকুণ্ডে ৩ গরু চোর গ্রেপ্তার, গরু ও অস্ত্র জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৌরসদরস্থ উত্তর বাজার বাইপাসের ঢাকাচট্টগ্রাম মহাসড়কে পিছু দাওয়া করে ১টি পিকআপ ৩টি গরু ও ১টি আগ্নেয়াস্ত্রসহ ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার রাতেই চোর চক্রের সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী সীতাকুণ্ড থেকে চুরি হওয়া আরো ২টি গরু কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। আটক আসামিরা হলেন মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও আব্দুল শুক্কুর (৩৪)। সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, মীরসরাই থানা থেকে চুরি হওয়া গরু নিয়ে চোর চক্রের সদস্যরা চট্টগ্রামের দিকে যাচ্ছেএমন সংবাদে পুলিশ তাদের ধরার জন্য মহাসড়কের টেরিয়াইল এলাকা থেকে ধাওয়া করতে থাকে। একপর্যায়ে পিকআপটি পৌর সদরের বাইপাস অতিক্রম করে গোডাউন রোড এলাকায় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা এক রাউন্ড গুলি ছোঁড়ে। কিন্তু পুলিশ গোডাউন রোড থেকে পিকআপসহ তিনজনকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আটক তিন চোর এবং পিকআপে তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্রসহ ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এছাড়া তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও দুটি গরু চকরিয়া থেকে উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।

ওসি কামাল উদ্দিন আরো বলেন, গরু চোরের ব্যবহৃত পিকআপটি চুরি করার সময় ভিন্ন কৌশলে রং দিয়ে পিকআপের কালার পরিবর্তন করে। গরুগুলো উদ্ধার করে সঠিক মালিকের নিকট হস্তান্তর হয়েছে। এছাড়া চোর চক্রের বিরুদ্ধে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি : কর্ণফুলীতে মূল হোতাসহ গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ২