ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি : কর্ণফুলীতে মূল হোতাসহ গ্রেফতার ২

| শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ১০:২৫ অপরাহ্ণ

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি চক্রের মূল হোতা মো. হোসেন (৩৩) ও মো. ওমর ফারুক সালমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় প্রতারনার কাজে ব্যবহৃত ওয়াকিটকি জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন, স্বর্ণ ও নগদ টাকা। কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কর্ণফুলীর টোল ব্রিজ এলাকায় আসামি হোসেনের ব্যাগ তল্লাসি কালে তার নামে ছাপানো নাম সর্বস্ব অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের ভিজিটিং কার্ড পাওয়া যায়। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিজেকে একেক সময় একেক অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দেয়।

আসামিরা স্বীকার করে তারা বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয়ে এয়ারপোর্ট থেকে আসা যাত্রীদের থেকে স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল হাতিয়ে নিত। তাদেরকে যাতে যাত্রীরা ডিবি পুলিশ মনে করে সেজন্য তাদের কাছে ওয়াকি টকি থাকতো।

আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় তারা বিভিন্ন সময় বিভিন্ন বেকারি, বিভিন্ন ফ্যাক্টরিতে ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট পরিচালনা করতো। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ, মীরসরাই মহামায়ায় অবমুক্ত
পরবর্তী নিবন্ধধাওয়া খেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি