দেনায় পড়ে হতাশা, বিষপানে দোকানির আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

জীবিকার তাগিদে ছোট একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন টিটু সূত্রধর (৩৫)। প্রায় ১০ বছর যাবত ব্যবসা করতে গিয়ে বেশ লোকসান, বাকি মিলে দেনায় পড়েন তিনি। পাওনাদারদের চাপ সইতে না পেরে গত শনিবার বিকেল ৫টার দিকে বিষপান করে অত্মহত্যার পথ বেছে নেন তিনি। তার পারিবারিক সূত্রে জানা গেছে, বাশঁবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতেরপাড়ার স্বপনসূত্র ধরের ছেলে টিটু ইউনিটেঙ মিলের সামনে চৌধুরী মার্কেটে ২০১৩ সাল থেকে ব্যবসা শুরু করেন। বাকিতে বিক্রির টাকা আদায় না হওয়ায়, মালামাল ক্রয় করতে গিয়ে অনেক টাকা দেনা হয়ে যায় টিটুর। আর বাকি বিক্রির টাকা আদায় না করতে পেরে অধিক চাপে কোন উপায় না দেখে সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ঘটনার দিন বিকেল বিষ পান করলে পরিবারের লোকজন দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। এরপর রাত ৮টার দিকে তার মৃত্যু ঘটে। এলাকাবাসী জানায়, টিটু চৌধুরী মার্কেটে বেশ পরিচিত মুখ। সকলের সাথে তার খুব ভাল সম্পর্ক রয়েছে। পরিচিতদের বাকি দিয়ে তার দোকানের মূলধন হারিয়ে যায়। দোকানে মালামাল তুলতে অনেক দেনাদার হয়ে পড়েন। সামনে ঈদ, তাই পাওনা টাকা পরিশোধ করতে চাপ দিতে থাকেন অনেকে। সব মিলিয়ে তিনি মনোবল হারিয়ে ফেলেন। গত কয়েকদিন ধরে তাকে অনেকটা হতাশ দেখাচ্ছিল। সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক নেতারা আল্লাহকে ভয় করলে সমাজের অনাচার দূর হবে
পরবর্তী নিবন্ধপাথরঘাটায় মসজিদের ইমামের বিদায় সংবর্ধনা