দি চিটাগং ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, সে আলোয় সমাজ ও দেশ আলোকিত হয়। নতুন প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে। তিনি গত ৪ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দি চিটাগং ট্রাস্টবাংলাদেশের (সিটিবি) মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন।

২য় পর্বে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন চসিকের সাবেক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে ১ম ও ২য় পর্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সুফিয়ান ও ট্রাস্টের উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। মূখ্য আলোচক ছিলেন সিটিবির প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মহান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক বাবুল ঘোষ বাবুন। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, জনতা ব্যাংকের প্রাক্তন ডিজিএম শম্ভু দাশ, ট্রাস্টের উপদেষ্টা বাসুদেব সিংহ, মনসুর মিয়া, পৃষ্ঠপোষক ডা. নারায়ন চন্দ্র নাথ, উপদেষ্টা অধ্যক্ষ মনোজ দেব, ডা. ফজলুল কাদের ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা বেগম, উপদেষ্টা অধ্যক্ষ জনার্দ্দন বণিক। ট্রাস্টের শিক্ষা সচিব অনুপ চক্রবর্তী, শ্যামল বিশ্বাস ও তৃষ্ণা ভট্টাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের মহাসচিব প্রবাল দে, জিকু দত্ত, প্রকৌশলী সৈকত দে, প্রসূন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন নারায়ন চন্দ্র মজুমদার, জগদীশ মল্লিক, প্রদীপ দাশ পরাগ, রতন কান্তি দে, কাজল পালিত, রানা দাশ, বিপ্লব চৌধুরী, মিরাজ দাশ জয়, সৈকত ভট্টাচার্য্য, নিপুল কুমার দে, এস প্রকাশ পাল, চম্পা নন্দী, ঊষা আচার্য্য, কিংশুক পাল, তাপস তালুকদার, কৃত্তিকা চক্রবর্তী, প্রবাল দত্ত, সাগর দাশ, দুর্জয় বিশ্বাস, দিপ্ত মল্লিক, দুর্জয় দেব, প্রান্ত দেওয়ানজী।

পূর্ববর্তী নিবন্ধচসিকের সচিব হলেন আশরাফুল আমিন
পরবর্তী নিবন্ধঅধ্যাপিকা ফেরদৌস আরা আলীমের প্রবন্ধগ্রন্থের উপর আলোচনা