তবুও অপেক্ষা

শিউলী নাথ | বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

নিয়ন বাতির ক্লান্ত আলোয়

সিন্ধুর কল্লোলিত স্রোতের টানে,

মেঘমুক্ত আকাশের তারায় তারায়,

বাতাসের হিমেল শ্রান্ত পরশে,

নির্জন রাতের মায়াবী শিহরণে,

লৌকিকতার আবডাল সরিয়ে

সকল কালিমা মেখে নিয়ে গায়ে

তবুও রইবো তোমার অপেক্ষায়।

যুগ যুগ ধরেশুধু তোমার অপেক্ষায়।

পূর্ববর্তী নিবন্ধদিশেহারা তারুণ্য
পরবর্তী নিবন্ধপ্রিয় ঋতু হেমন্তকাল