ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা ৩১ মার্চ মধ্য রাত পর্যন্ত চলবে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ভর্তি পরীক্ষা এবার ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। যেহেতু ঢাকার বাইরেও কেন্দ্র স্থাপন করা হচ্ছে, তাই খরচও হবে বেশি। তাই আবেদন ফি কিছুটা বেড়েছে। গত বছর আবেদন ফি ছিল ৪৫০ টাকা, এবার তা বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও জনতা বা রূপালী ব্যাংকের যে কোনো শাখার পাশাপাশি যে কোনো মোবাইল পেমেন্ট সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে অনলাইনেই টাকা জমা দেওয়া যাবে। ১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। নির্দিষ্ট শর্তপূরণ করে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। ১ মে বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। খবর বিডিনিউজের।
মহামারীর কারণে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আট বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্র করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীদের আবেদনের সময় পছন্দ অনুযায়ী আট বিভাগীয় শহরের যে কোনো একটিকে তার ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে।