মিয়ানমারের গহীন জঙ্গলে ৬ মাসের প্রশিক্ষণ শেষ করে কেবল ক্যাম্পে ফিরেছে কয়েকদিন আগে। এরই মধ্যে এপিবিএন পুলিশ ড্রোন অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরসা সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (২৬)। গতকাল রোববার ভোরে উখিয়ার ৭ নং ক্যাম্প হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৪,এপিবিএন অধিনায়ক নাইমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ নং ক্যাম্পের নৌকার মাঠ পুলিশ ক্যাম্প মোবাইল টিম গোপন খবরের ভিত্তিতে ড্রোন ক্যামেরার মাধ্যমে উল্লিখিত স্থানে সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। কথিত আরসা গ্রুপের সক্রিয় ক্যাম্প-৭ এর শীর্ষ গান কমান্ডার সৈয়দুল আমিনকে রোববার ভোর ৫টার দিকে তার ঘর হতে গ্রেপ্তার করা হয়েছে।
সে ক্যাম্পের জি/১ ব্ল্লকের আমির হোসেনের ছেলে। পরে স্বীকারোক্তি মতে ঘরে ট্রাংকের ভিতর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সৈয়দুল আমিন জানায়, দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে কথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করে। দীর্ঘ ৬ মাসের প্রশিক্ষণ শেষে সমপ্রতি সে রোহিঙ্গা ক্যাম্পের গান কমান্ডারের দায়িত্ব নিয়ে তার পরিবারের সাথে দেখা করতে আসে। গ্রেপ্তার আসামিকে জব্দকৃত অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়।