ঠাণ্ডা মিয়া আণ্ডা পাড়ে
হাজার নোটের টাকার,
থাকেন তিনি খুলশীতে আর
গুলশানে ঐ ঢাকার।
সর্দি হলেই ছুটে চলেন
পাঁচ তারকার হাসপাতাল
চাটগাঁ শহর এলেই তিনি
হয়ে উঠেন টালমাটাল।
কিসের সবুজ কিসের শ্যামল
বানাও তারার হাসপাতাল
ঠাণ্ডা মিয়া বাঁচুক আগে
অন্যরা সব খাসমাতাল।