জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এদিন সকাল ১০ টায় এম.এ. আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম রিটন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.জে.কে.এস সহ–সভাপতি ও চেয়ারম্যান রাউজান উপজেলা পরিষদ এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার হারুন উর রশীদ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,
সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বনফুল লিমিটেডের জি.এম. আমানুল আলম,সিজেকেএস ফুটবল সম্পাদক (ভারপ্রাপ্ত) আকতারুজ্জামান। চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা/উপজেলার চ্যাম্পিয়ন ৪২টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করছে। গতকাল ১০টি খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলায় ডবলমুরিং থানার আমবাগান সপ্রাবি দল, বন্দর থানার জোনাব আলী সপ্রাবি দল,হাটহাজারী উপজেলার মির্জাপুর ওবাইদুল্লাহ নগর সপ্রাবি দল, রাঙ্গুনিয়া উপজলার খাগড়া খিলমোগল সপ্রাবি দল এবং মীরসরাই উপজেলার মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়লাভ করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পাহাড়তলী থানার হালিশহর হাউজিং এস্টেট সপ্রাবি, চাঁন্দগাও থানার মোহরা জামেউল উলুম সপ্রাবি, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ কোরানিয়া সপ্রাবি, রাঙ্গুনিয়া উপজেলার ভুমিরখীল সপ্রাবি এবং মীরসরাই উপজেলার ইছাখালী সপ্রাবি জয়লাভ করে।