চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৬ জুন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে আবু তাহেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বপালনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তার বলিষ্ঠ ভূমিকা আশা করা হচ্ছে। উল্লেখ্য, আবু তাহের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।