বঙ্গোপসাগরের তীর ঘেষে অবস্থিত উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল হযরত হাফেজ মুনিরুদ্দিন(রা) ও একদফার প্রবক্তা জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম জননেতা এম এ আজিজের জন্মস্থান ৩৭ নং ওয়ার্ড হালিশহর মুনির নগর।এলাকায় প্রায় ৭০,০০০ হাজার লোকের বসবাস।শিক্ষা দীক্ষা থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রে অত্র এলাকা এখন আর পিছিয়ে নেই। উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়নের পুরোধা ব্যক্তিত্ব চট্টল বীর সাবেক সিটি মেয়র জননেতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং সাবেক সফল কাউন্সিলর মরহুম হাজী মোহাম্মদ জাকারিয়ার দানকৃত ৬০ শতক জমির উপর ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় জরিনা মফজল সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ।রাজনৈতিক প্রভাব মুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজমান থাকায় চট্টগ্রাম সহ সারাদেশে এই প্রতিষ্ঠানের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে কলেজটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা ১০১৮ জন। কিন্তু দুঃখ ও পরিতাপের সাথে বলতে হয় কলেজের পুরনো ভবনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ফাটল দেখা দিয়েছে। চারতলা ভবনের ৩য় ও ৪র্থ তলা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বিপজ্জনক অবস্থায় বর্তমানে ১ম ও ২য় তলায় ক্লাশ কার্যক্রম অব্যাহত থাকলেও যে কোন সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এছাড়া পুরনো ভবনের পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পাঁচতলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবনের কাজ সম্পূর্ণ হলেও তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। জানা যায়,২০১৬ সালে নতুন এই ভবনটির কাজ শুরু করে প্রায় ৬বছর অতিক্রান্ত হলেও নানাবিধ জটিলতার কারণে কলেজ কর্তৃপক্ষের নিকট এখনও ভবনটি হস্তান্তর করা সম্ভব হয়নি। কলেজে অধ্যয়নরত শত শত ছাত্রছাত্রীর শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় মেয়র মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।