জনগণের নিরাপত্তা সর্বাগ্রে চাই

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বিশাল বিশাল উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। সব উন্নয়নই হয় নাগরিকের কল্যাণে। কিন্তু উন্নয়নের পূর্বশর্ত হিসেবে ‘নিরাপত্তা সর্বাগ্রে’ বিষয়টি মেনে চলা আবশ্যক। নগরীতে নালায় পড়ে দুর্ঘটনাকবলিত হয়ে যে প্রাণহানির ঘটনা ঘটে তা অত্যন্ত বেদনাদায়ক। এ জন্য সংশ্লিষ্ট উন্নয়ন বাস্তবায়নকারী সংস্থা, প্রশাসন দায় এড়াতে পারে না। পাশাপাশি নাগরিকদের চলাচলে অবশ্যই আরো সতর্ক হওয়া উচিত। রাস্তায় ভাবলেশহীন চলাফেরার কারণেও অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। যেহেতু চট্টগ্রামের খাল-নালা নির্মাণ, এলিডেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের কাজ চলমান রয়েছে, বিভিন্ন স্থানে ফুটপাত ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে সেহেতু রাস্তায় হাঁটার সময় অতীব সতর্কতার সহিত ফুটপাত ব্যবহার করা প্রয়োজন। জোয়ার বা অতিবৃষ্টির সময় রাস্তা ফুটপাতের প্লাবিত স্থানের উপর দিয়ে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। চট্টগ্রাম শহরে জলজট সাধারণত এক ঘণ্টাকালের বেশি স্থিতি হয় না। তাই জনগণের উচিত জীবন ঝুঁকির কথা মাথায় রেখে কিছুক্ষণ সময় ঝুঁকিপূর্ণ স্থানসমূহ ব্যবহার না করা। জরুরী কাজও কিছুক্ষণ পরে করা যায়। কিন্তু বিপদ বা দুর্ঘটনা ঘটলে তার খেসারত ভুক্তভোগী বা তার পরিবারকে আজীবন ভোগ করতে হবে। বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় ক্লাব, সামাজিক সংগঠন, গণমাধ্যমসমূহএ জনগুরুত্বপুর্ণ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
সুমন দত্ত
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রফুল্লচন্দ্র লাহিড়ী : কীর্তিমান কার্টুনিস্ট
পরবর্তী নিবন্ধজরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজের সৃষ্ট সমস্যা সমাধানে উদ্যোগ চাই